5
নেতারাই ইস্রায়েল এবং যিহূদাকে পাপ কাজ করাচ্ছে
1 “যাজকগণ, ইস্রায়েলীয়রা এবং রাজ-পরিবারের সদস্যরা, আমার কথা শোনো: বিচারে তোমরা দোষী সাব্যস্ত হয়েছ!
“তোমরা মিস্পার ফাঁদগুলোর মতো| তোমরা যেন তাবোরে জমির উপর বিছিয়ে থাকা জালের মতো|
2 তোমরা অনেক অনেক খারাপ কাজ করেছ| সেজন্য আমি তোমাদের সবাইকে শাস্তি দেব!
3 আমি ইফ্রয়িমকে জানি| ইস্রায়েল আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারে না| ইফ্রয়িম, এখন তুমি ঠিক পতিতার মতো আচরণ কর| ইস্রায়েল তার পাপের জন্য অশুচি হয়ে গেছে|
4 ইস্রায়েলবাসীরা বহু খারাপ কাজ করেছে এবং ওই খারাপ কাজগুলো তাদের ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার পক্ষে বাধা হয়ে গেছে| তারা সব সময় কি ভাবে অন্যান্য দেবতার পেছনে ছোটা যায় তার কথাই চিন্তা করে| তারা প্রভুকে জানে না|
5 ইস্রায়েলের অহঙ্কারই তাদের বিরুদ্ধে একটি সাক্ষী| ঐ ইস্রায়েল এবং ইফ্রয়িম তাদের পাপে হোঁচট খেয়েছে| যিহূদাও তাদের সঙ্গে হোঁচট খেয়েছে|
6 “জনসাধারণের নেতারা প্রভুর খোঁজে যাবে| তারা তাদের সঙ্গে মেষ এবং গরুগুলিকেও নেবে; কিন্তু তারা প্রভুকে খুঁজে পাবে না| কেন? কারণ তিনি তাদের ছেড়ে চলে গেছেন|
7 তারা প্রভুর প্রতি বিশ্বস্ত ছিল না| তাদের সন্তানরা কোন অপরিচিতজাত| কিন্তু এখন তিনি আবার তাদের এবং তাদের দেশ ধ্বংস করবেন|”
ইস্রায়েল ধ্বংসের ভবিষ্যৎবাণী
8 “গিবিয়োতে ভেরী বাজাও|
রামাতে তুরী বাজাও|
বৈৎ-আবনে সতর্কবাণী দাও|
বিন্যামীন, শত্রু তোমার পেছনে|
9 শাস্তি দেওয়ার সময়ে
ইফ্রয়িম শূন্য হয়ে যাবে|
আমি (ঈশ্বর) ইস্রায়েলের পরিবারদের এই বলে সতর্ক করে দিচ্ছি যে,
ওই ব্যাপারগুলো সত্যই ঘটবে|
10 যিহূদার নেতারা চোরদের মতো,
যারা অন্য লোকের সম্পত্তি চুরি করার চেষ্টা করে|
সেজন্য আমি (ঈশ্বর) তাদের ওপর
জলের মতো আমার রোধ ঢেলে দেব|
11 ইফ্রয়িম শাস্তি পাবে,
দ্রাক্ষার মতো তাকে চেপে পিষে ফেলা হবে|
কারণ সে নোংরা জিনিসকে অনুসরণ করবে বলে ঠিক করেছে|
12 পতঙ্গ যে ভাবে কাপড়ের টুকরো নষ্ট করে,
সেই ভাবে আমি ইফ্রয়িমকে ধ্বংস করব|
একটি কাষ্ঠখণ্ড যেমন পচনে ক্ষয়প্রাপ্ত হতে থাকে
আমি সেই ভাবেই যিহূদাকে ধ্বংস করব|
13 ইফ্রয়িম তার অসুস্থতা দেখেছিল এবং যিহূদা তার আঘাত দেখেছিল;
সেজন্য তারা অশূরের কাছে সাহায্যের জন্য গিয়েছিল|
তারা মহান রাজাকে তাদের সমস্যার কথা বলেছিল|
কিন্তু রাজা তোমাদের আরোগ্য করতে পারবে না|
তিনি তোমাদের আঘাত নিরাময় করতে পারবেন না|
14 কেন? কারণ আমি ইফ্রয়িমের কাছে সিংহের মতো হব|
আমি যিহূদাবাসীদের কাছে যুবক সিংহের মত হব|
আমি- হ্যাঁ, আমি (প্রভু) তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব|
আমি তাদের দূরে বহন করে নিয়ে যাব|
কেউ তাদের রক্ষা করতে পারবে না|
15 আমি আমার নিজের জায়গায় ফিরে যাব|
যতক্ষণ পর্যন্ত না জনসাধারণ স্বীকার করছে যে তারা দোষী,
যতক্ষণ পর্যন্ত না তারা আমাকে খুঁজতে আসছে|
হ্যাঁ, তাদের বিপদের সময়ে তারা আমাকে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা করবে|”