96
প্রভু যা কিছু নতুন করেছেন তার জন্য একটা নতুন গান গাও!
সারা পৃথিবীকে প্রভুর উদ্দেশ্যে গেয়ে উঠতে দাও|
প্রভুর উদ্দেশ্যে গান গাও এবং তাঁর নামকে ধন্য কর!
আনন্দ সংবাদ ছড়িয়ে দাও! যিনি প্রতিদিন আমাদের রক্ষা করেন তাঁর কথা বল!
লোকেদের বল যে ঈশ্বর সত্যিই বিস্ময়কর|
ঈশ্বর যে সব আশ্চর্য্য কার্য করেন তা সর্বত্র মানুষকে বল|
প্রভু মহান এবং প্রশংসার যোগ্য|
অন্য যে কোন “দেবতার” চেয়ে তিনি অনেক বেশী ভয়ঙ্কর|
অন্যান্য সমস্ত জাতির “দেবতা” মূর্ত্তিমাত্র|
কিন্তু প্রভু স্বর্গ সৃষ্টি করেছেন|
তাঁর সামনে অনুপম মহিমা ভাস্বর হয়ে ওঠে|
ঈশ্বরের পবিত্র মন্দিরে শক্তি ও সৌন্দর্য্য দুই-ই আছে|
হে পরিবার ও জাতিগণ, প্রশংসার গান কর
এবং প্রভুকে মহিমান্বিত কর|
প্রভুর নামের প্রশংসা কর|
তোমাদের নৈবেদ্য নাও এবং মন্দিরে যাও|
তোমাদের পবিত্র পোশাকে প্রভুর সামনে নত হও|
পৃথিবীর সমগ্র জনগণ, তাঁর উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধা জানাও|
10 জাতিগণের মধ্যে ঘোষণা করে দাও যে প্রভু রাজা!
তাহলে বিশ্ব ধ্বংস হবে না|
অতএব প্রভু ন্যায়পরায়ণতার সঙ্গে লোকদের বিচার করেন|
11 হে স্বর্গলোক–সুখী হও! হে পৃথিবী–উল্লসিত হও!
সমুদ্র এবং সমুদ্রে যা কিছু রয়েছে তোমরা সবাই আনন্দে চিৎকার করে ওঠো!
12 ক্ষেতগুলি এবং সেখানে যা কিছু জন্মেছে, সুখী হও!
হে অরণ্যের বৃক্ষরাশি, তোমরা গান গাও ও সুখী হও!
13 খুশী হও, কারণ প্রভু আসছেন|
পৃথিবীকে শাসন* করার জন্য প্রভু আসছেন|
ন্যায় বিচার ও সত্যপথে তিনি পৃথিবীকে শাসন করবেন|
 
* 96:13 শাসন অথবা “বিচার|”