10
1 আমার প্রাণ জীবনে ক্লান্ত হয়েছে;  
আমি স্বাধীনভাবে আমার অভিযোগ প্রকাশ করব;  
আমি আমার প্রাণের তিক্ততায় কথা বলব।   
2 আমি ঈশ্বরকে বলব,  
আমায় নিছক দোষী করবেন না;  
আমাকে দেখাও কেন তুমি আমায় দোষী করেছ।   
3 এটা কি তোমার জন্য ভালো যে তুমি আমায় উপদ্রব করবে,  
তোমার হাতের কাজ কি তুচ্ছ করবে যখন তুমি পাপীদের পরিকল্পনায় হাঁসবে?   
4 তোমার কি মাংসের চোখ?  
তুমি কি মানুষের মত দেখ?   
5 তোমার দিন গুলো কি মানুষের দিনের মত  
অথবা তোমার বছরগুলো কি লোকেদের বছরের মত,   
6 যে তুমি আমার অপরাধের অনুসন্ধান করছ  
এবং আমার পাপ খুঁজছ,   
7 যদিও তুমি জানো আমি দোষী নই  
এবং কেউ কি নেই যে আমাকে তোমার হাত থেকে উদ্ধার করে?   
8 তোমার হাত আমায় গড়েছে  
এবং আমায় সারা দেহে গড়েছে করেছে,  
তবুও তুমি আমায় ধ্বংস করছ।   
9 স্মরণ কর, আমি বিনয় করি,  
যে তুমি আমায় মাটির পাত্রের মত গড়েছ;  
তুমি কি আবার আমায় ধূলোয় ফেরাবে?   
10 তুমি কি আমায় দুধের মত ঢালোনি  
এবং ছানার মত কি ঘন কর নি?   
11 তুমি আমায় চামড়া  
এবং মাংস দিয়ে ঢেকেছ  
এবং হার ও শিরা দিয়ে আমায় বুনেছো।   
12 তুমি আমায় জীবন দিয়েছ  
এবং চুক্তির বিশ্বস্ততা দিয়েছ;  
তোমার সাহায্য আমার আত্মাকে পাহারা দিয়েছে।   
13 তবুও এইসব জিনিস তুমি তোমার হৃদয়ে লুকিয়ে রেখেছ,  
আমি জানি যে এটাই তুমি ভাবছিলে,   
14 যদি আমি পাপ করে থাকি,  
তুমি তা লক্ষ করবে;  
তুমি আমার অপরাধ ক্ষমা করবে না।   
15 যদি আমি পাপী হই,  
আমায় অভিশাপ দাও;  
এমনকি যদি আমি ধার্মিক হই,  
আমি আমার মাথা তুলতে পারব না,  
কারণ আমি অপমানে পূর্ণ হয়েছি  
এবং আমি আমার নিজের দুঃখ দেখছি।   
16 যদি আমার মাথা নিজেই ওঠে,  
তুমি আমায় সিংহের মত শিকার করবে;  
আরও একবার তুমি নিজেকে দেখাবে আমার থেকে শক্তিশালী।   
17 তুমি আমার বিরুদ্ধে নতুন সাক্ষী নিয়ে আসবে  
এবং তোমার রাগ আমার বিরুদ্ধে বাড়াবে;  
তুমি আমায় নতুন সৈন্য নিয়ে আক্রমণ করবে।   
18 কেন, তাহলে, তুমি আমায় মায়ের পেট থেকে বার করে আনলে?  
কোন চোখ দেখার আগেই যদি আমি মারা যেতাম তবে ভালো হত।   
19 যদি আমার অস্তিত্বই না থাকত;  
যদি আমার মায়ের পেট থেকে কবরে নিয়ে যাওয়া হত।   
20 আমার দিন কি খুব অল্প নয়?  
তাহলে থামো, আমাকে একা থাকতে দাও,  
তাহলে আমি কিছুটা বিশ্রাম পাব,   
21 যেখান থেকে আমি আর ফিরব না সেখানে আমি যাওয়ার আগে,  
সেই অন্ধকার দেশে এবং সেই মৃত্যুছায়ার দেশে,   
22 সেই দেশ যা মাঝরাতের অন্ধকারের মত অন্ধকার,  
সেই দেশ মৃত্যুছায়ার দেশ,  
সেখানকার আলো মাঝরাতের অন্ধকারের মত।