19
1 যার কথাবার্তা বিকৃত  
এবং বোকা তার থেকে যে সততায় চলে সে ভালো।   
2 এছাড়া, ইচ্ছা জ্ঞানবিহীন হলে মঙ্গল নেই  
এবং যে তাড়াতাড়ি দৌড়ায়,  
সে নিজের পথে ব্যর্থ হয়।   
3 মানুষের বোকামিতা তার জীবনের সর্বনাশ  
এবং তার হৃদয় সদাপ্রভুর বিরুদ্ধে দারুণ ক্রোধ করে।   
4 অর্থ অনেক বন্ধুকে একত্রিত করে;  
কিন্তু গরিব লোক নিজের বন্ধুর থেকে আলাদা হয়।   
5 মিথ্যাসাক্ষী অদন্ডিত থাকবে না,  
যে মিথ্যা কথা বলে সে মুক্তি পাবে না।   
6 অনেকে উদার ব্যক্তির অনুগ্রহ চায়  
এবং যে উপহার দেয় সবাই তার বন্ধু হয়।   
7 গরিব লোকের ভাইয়েরা সবাই তাকে ঘৃণা করে,  
আরও নিশ্চয়, তার বন্ধুরা তার থেকে দূরে যায়;  
সে অনুনয়ের সঙ্গে তাদের খোঁজ করে,  
কিন্তু তারা চলে গেছে।   
8 যে বুদ্ধি পায়, সে নিজের প্রাণকে ভালবাসে,  
যে বিবেচনা রক্ষা করে,  
সে যা ভালো তাই পায়।   
9 মিথ্যাসাক্ষী অদন্ডিত থাকবে না,  
কিন্তু যে মিথ্যা কথা বলে সে বিনষ্ট হবে।   
10 বিলাসিতায় বাস করা একজন  
নির্বোধের পক্ষে মানানসই নয়,  
নেতাদের ওপরে কর্তৃত্ব করা দাসের জন্যে আরও অনুপযুক্ত।   
11 বিচক্ষণতা একজন মানুষকে ক্রোধে ধীর করে  
এবং দোষ উপেক্ষা করা তার গৌরব।   
12 রাজার ক্রোধ তরুণ সিংহের গর্জনের মতো;  
কিন্তু তাঁর অনুগ্রহ ঘাসের ওপরের শিশিরের মতো।   
13 নির্বোধ ছেলে তার বাবার সর্বনাশজনক,  
আর স্ত্রীর বিবাদ হল অবিরত ঝরে পড়া জল।   
14 বাড়ি ও অর্থ বাবা মায়ের অধিকার;  
কিন্তু বুদ্ধিমতী স্ত্রী হল সদাপ্রভু থেকে।   
15 অলসতা গভীর ঘুমে নিক্ষেপ করে কিন্তু  
যে কাজ করতে চায় না সে ক্ষুধার্ত হয়।   
16 যে আদেশ মেনে চলে, সে নিজের প্রাণ রক্ষা করে;  
যে নিজের পথের বিষয়ে ভাবে না, সে মারা যাবে।   
17 যে গরিবকে দয়া করে, সে সদাপ্রভুকে ঋণ দেয়  
এবং তিনি তাকে পরিশোধ করবেন যা তিনি করেছেন।   
18 তোমার সন্তানকে নিয়ন্ত্রণ কর, যেহেতু আশা আছে  
এবং তোমার হৃদয় তাকে মৃত্যুদন্ড দেবার জন্য দৃঢ়সঙ্কল্প না করুক।   
19 উগ্রস্বভাবের লোক অবশ্যই শাস্তি পাবে;  
যদি তাকে উদ্ধার কর, তোমাকে দ্বিতীয়বার করতে হবে।   
20 পরামর্শ শোনো, নির্দেশ গ্রহণ কর,  
যেন তুমি তোমার জীবনের শেষে জ্ঞানবান হও।   
21 মানুষের হৃদয়ে অনেক পরিকল্পনা হয়  
কিন্তু সদাপ্রভুরই উদ্দেশ্য স্থির থাকবে।   
22 মানুষের হৃদয়ে সে যা সিদ্ধান্ত করে তা  
তার নির্ধারিত সত্য রূপে পরিগণিত হয়,  
একজন গরিব লোক হওয়া ভাল।   
23 সদাপ্রভুর ভয় জীবনের দিকে অগ্রসর হয়,  
যার তা আছে, সে সন্তুষ্ট হয়,  
সে ক্ষতির দ্বারা নির্যাতিত হয় না।   
24 অলস থালায় হাত ডুবায়  
এবং সে আবার মুখে দিতেও চায় না।   
25 উপহাসককে প্রহার কর,  
অশিক্ষিত বুদ্ধিমান হবে;  
যে উপলব্ধি করে তাকে অনুযোগ কর  
এবং সে জ্ঞানলাভ করবে।   
26 যে তার বাবার প্রতি চুরি করে মাকে তাড়িয়ে দেয়,  
সে লজ্জাকর ও অপমানজনক সন্তান।   
27 হে আমার পুত্র,  
নির্দেশ শুনতে ক্ষান্ত হলে তুমি  
জ্ঞানের কথা হইতে বিপথগামী হবে।   
28 যে সাক্ষী অসৎ, সে বিচারের উপহাস করে,  
দুষ্টদের মুখ অধর্ম্ম গ্রাস করে।   
29 প্রস্তুত রহিয়াছে উপহাসকদের জন্যে দন্ডাজ্ঞা,  
মূর্খদের পিঠের জন্যে প্রহার।