27
1 কালকের বিষয়ে গর্ব কোরো না;  
কারণ এক দিন কি উপস্থিত করবে,  
তা তুমি জান না।   
2 অন্য লোকে তোমার প্রশংসা করুক,  
তুমি নিজের মুখে কোরো না;  
অন্য লোকে করুক,  
তোমার নিজের ঠোঁট না করুক।   
3 পাথর ভারী ও বালিভারী,  
কিন্তু নির্বোধ লোকের রাগ ঐ দুটোর থেকেও ভারী।   
4 ক্রোধ নিষ্ঠুর ও রাগ বন্যার মত,  
কিন্তু ঈর্ষার কাছে কে দাঁড়াতে পারে?   
5 গোপন ভালবাসার থেকে প্রকাশ্যে তিরষ্কার ভালো।   
6 বন্ধুর প্রহার বিশ্বস্ততাযুক্ত,  
কিন্তু শত্রুর চুম্বন অপরিমিত।   
7 যে মৌচাক পায়ের নিচে দলিত করে;  
কিন্তু ক্ষুধার্তের কাছে তেতো জিনিস সব মিষ্টি।   
8 যেমন বাসা থেকে ভ্রমণকারী পাখি,  
তেমনি নিজের জায়গা থেকে ভ্রমণকারী মানুষ।   
9 সুগন্ধি তেল ও ধূপ হৃদয়কে আনন্দিত করে,  
কিন্তু বন্ধুর মিষ্টতা তার উপদেশের থেকে ভালো।   
10 নিজের বন্ধুকে ও বাবার বন্ধুকে ছেড়ে দিও না;  
নিজের বিপদের দিন ভাইয়ের ঘরে যেও না;  
দূরের ভাইয়ের থেকে কাছের প্রতিবাসী ভাল।   
11 আমার পুত্র, জ্ঞানবান হও;  
আমার হৃদয়কে আনন্দিত কর;  
তাতে যে আমাকে টিটকারি দেয়,  
তাকে উত্তর দিতে পারবো।   
12 সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়;  
কিন্তু নির্বোধ লোকেরা আগে গিয়ে দন্ড পায়।   
13 যে অপরের জামিন হয়,  
তার বস্ত্র নাও; যে বিজাতীয়ার জামিন হয়,  
তার কাছে বন্ধক নাও।   
14 যে ভোরে উঠে উচ্চস্বরে  
নিজের বন্ধুকে আশীর্বাদ করে,  
তা তার পক্ষে অভিশাপরূপে ধরা হয়।   
15 ভারী বৃষ্টির দিনের ক্রমাগত বৃষ্টিপাত,  
আর ঝগড়াটে স্ত্রী, এ উভয়ই এক।   
16 যে সেই স্ত্রীকে লুকায়, সে বাতাস লুকায়  
এবং তার ডান হাত তেল ধরে।   
17 লৌহ লৌহকে সতেজ করে,  
তদ্রূপ মানুষ আপন মিত্রের মুখ সতেজ করে।   
18 যে ডুমুর গাছ রাখে, সে তার ফল খাবে;  
যে নিজের প্রভুর সেবা করে,  
সে সম্মানিত হবে।   
19 জলের মধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ,  
তেমনি মানুষের প্রতিরূপ মানুষের হৃদয়।   
20 পাতালের ও ধ্বংসের জায়গায় তৃপ্তি নেই,  
মানুষের অভিলাষা তৃপ্ত হয় না।   
21 রূপার জন্য মূষী ও সোনার জন্য হাফর,  
আর মানুষ তার প্রশংসা দিয়ে পরীক্ষিত।   
22 যখন উখলিতে গোমের মধ্যে মুগুর দিয়ে অজ্ঞানকে কোট,  
তখন তার অজ্ঞানতা দূর হবে না।   
23 তুমি নিজের মেষপালের অবস্থা জেনে নাও,  
নিজের পশুপালে মনোযোগ দাও;   
24 কারণ ধন চিরস্থায়ী নয়,  
মুকুট কি পুরুষানুক্রমে থাকে?   
25 ঘাস নিয়ে যাওয়ার পর নতুন ঘাস দেখা দেয়  
এবং পর্বত থেকে ওষধ সংগ্রহ করা যায়।   
26 মেষ শাবকেরা তোমাকে কাপড় দেবে,  
ছাগলেরা জমির মূল্যের মত হবে;   
27 তোমার খাবারের জন্য,  
তোমার পরিবারের খাবারের জন্য ছাগলেরা যথেষ্ট দুধ দেবে,  
তোমার যুবতী দাসীদের প্রতিপালন করবে।