123
আরোহণের গীত। 
 
1 তোমার দিকে আমি চোখ তুলি,  
তুমি স্বর্গের সিংহাসনে অধিষ্টিত ছিলে।   
2 দেখ, মনিবের হাতের ওপর যেমন দাসদের চোখ,  
মনিবের স্ত্রীর হাতের ওপর তেমন দাসীর চোখ,  
তাই আমাদের চোখ ঈশ্বর সদাপ্রভুুর ওপর  
যতদিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন।   
3 আমাদেরকে কৃপা কর, সদাপ্রভুু,  
আমাদের প্রতি কৃপা কর,  
কারণ আমরা অপমানে পূর্ণ।   
4 আমরা দাম্ভিকদের অবজ্ঞার উপহাসে  
এবং অহঙ্কারীদের অপমানে পূর্ণ।