138
দায়ূদের সঙ্গীত। 
 
1 আমি সর্বান্তকরনে তোমাকে ধন্যবাদ দেব;  
দেবতাদের সামনে তোমার প্রশংসা গান করব।   
2 আমি তোমার পবিত্র মন্দিরের সামনে মাথা নত করব  
এবং ধন্যবাদ দেব, তুমি দেখিয়েছ যে তোমার নাম  
এবং আদেশ হচ্ছে সর্বোচ্চ।  
তুমি তোমার বাক্য মহিমান্বিত করেছ  
এবং তোমার নাম সবার ওপর।   
3 যে দিন আমি তোমাকে ডাকলাম,  
তুমি আমাকে উত্তর দিলে,  
তুমি আমাকে উৎসাহ দিলে  
এবং আমার আত্মাকে শক্তিশালী করলে।   
4 পৃথিবীর সব রাজা তোমাকে ধন্যবাদ দেবে,  
সদাপ্রভুু, কারণ তারা তোমার মুখের বাক্য শুনবে।   
5 অবশ্যই তারা সদাপ্রভুুর কাজের বিষয় গান করবে,  
কারণ সদাপ্রভুুর মহিমা মহৎ।   
6 যদিও সদাপ্রভুু উঁচুতে,  
তবুও নিচুদের ওপর যত্ন নেন  
কিন্তু গর্বিতকে কে দূর থেকে জানেন।   
7 যদিও আমি সঙ্কটের মধ্যে দিয়ে যাই,  
তবু তুমি আমাকে নিরাপদে রাখবে;  
তুমি তোমার হাত বিস্তার করবে  
আমার শত্রুদের রাগের বিরুদ্ধে,  
তোমার ডান হাত আমাকে বাঁচাবে।   
8 সদাপ্রভুু আমার শেষ পর্যন্ত আমার সঙ্গে আছেন;  
তোমার বিশ্বস্ততার নিয়ম, সদাপ্রভুু, অনন্তকালস্থায়ী;  
তোমার হাতের কোন কিছুকে পরিত্যাগ কোরোনা।