150
1 তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর।  
ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর;  
তাঁর পরাক্রমী স্বর্গে তাঁর প্রশংসা কর।   
2 তাঁর পরাক্রমী কাজের জন্য তাঁর প্রশংসা কর;  
প্রশংসা কর তাঁর তুলনাহীন উদারতার জন্য।   
3 তাঁর প্রশংসা কর শিঙা বাজিয়ে;  
বাঁশী এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর।   
4 তাঁর প্রশংসা কর খঞ্জনি বাজিয়ে  
এবং নৃত্য সহকারে তাঁর প্রশংসা কর  
তারযুক্ত যন্ত্রের সাহায্যে এবং বাঁশী বাজিয়ে।   
5 তাঁর প্রশংসা কর উচ্চ করতালে;  
উচ্চধ্বনি করতাল সহকারে তাঁর প্রশংসা কর।   
6 শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুুর প্রশংসা করুক।  
সদাপ্রভুুর প্রশংসা কর।