89
ইস্রাহীয় এথনের মস্কীল।
1 আমি চিরকাল সদাপ্রভুুর নিয়মের বিশ্বস্ততার কাজের গান গাব,
আমি মুখে তোমার বিশ্বস্ততা আগামী প্রজন্মের কাছে প্রচার করব।
2 কারণ আমি বলেছি,
“নিয়মের বিশ্বস্ততা চিরদিনের র জন্য স্থাপিত হয়েছে,
তুমি তোমার বিশ্বস্ততাকে স্বর্গে স্থাপন করেছ।”
3 আমি আমার মনোনীতদের সঙ্গে নিয়ম করেছি,
আমি আমার দাস দায়ূদের কাছে শপথ করেছি৷
4 আমি তোমার বংশধরদের চিরকালের জন্য স্থাপন করব
এবং আমি বংশপরম্পরায় তোমার সিংহাসন স্থাপন করব।
5 হে সদাপ্রভুু, স্বর্গ তোমার আশ্চর্য্য কাজের প্রশংসা করে,
পবিত্রদের সমাজে তোমার বিশ্বস্ততা প্রশংসনীয়।
6 কারণ আকাশে সদাপ্রভুুর সঙ্গে কার তুলনা করা যেতে পারে?
দেবতাদের পুত্রদের মধ্যেই বা কে সদাপ্রভুুর সমান?
7 তিনিই সেই ঈশ্বর যিনি পবিত্রদের সভাতে অতি সম্মানীয়
এবং তাঁর বেষ্টনকারীদের থেকে অতি ভয়াবহ।
8 হে সদাপ্রভুু, বাহিনীগনের ঈশ্বর। হে সদাপ্রভুু,
তোমার মত শক্তিশালী আর কে আছে?
তোমার বিশ্বস্ততা তোমার চারিদিকে অবস্থিত।
9 তুমি গর্জনকারী সমুদ্রের উপরে কর্তৃত্ব করো,
যখন তার ঢেউ প্রচণ্ড হয়ে ওঠে তুমি তা শান্ত করে থাক।
10 তুমিই রাহবকে চূর্ণ করে মৃত ব্যক্তির সমান করেছ।
তুমি তোমার শক্তিশালী বাহু দিয়ে তোমার শত্রুদেরকে ছিন্নভিন্ন করেছ।
11 আকাশমণ্ডল তোমার এবং পৃথিবীও তোমার;
তুমি পৃথিবী এবং তার ভিতরের সমস্ত বস্তু সৃষ্টি করেছ।
12 তুমিই উত্তর
এবং দক্ষিণে দিকের সৃষ্টি করেছ।
তাবোর ও হর্ম্মোন তোমার নামে উল্লাস করে।
13 তোমার বাহু শক্তিশালী
এবং তোমার হাত শক্তিমান ও তোমার ডান হাত উঁচু।
14 ধার্ম্মিকতা ও ন্যায় বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল।
নিয়মের বিশ্বস্ততা ও সত্যতা তোমার সামনে উপস্থিত হয়।
15 ধন্য সেই লোকেরা যারা তোমার আরাধনা করে! হে সদাপ্রভুু,
তারা তোমার মুখের দীপ্তিতে যাতায়াত করে।
16 তারা সমস্ত দিন ধরে তোমার নামে উল্লাস করে
এবং তারা তোমার ধার্ম্মিকতায় তোমাকে মহিমান্বিত করে।
17 তুমিই তাদের শক্তির শোভা
এবং তোমার অনুগ্রহে আমরা বিজয়ী হই।
18 কারণ আমাদের ঢাল সদাপ্রভুুরই,
আমাদের রাজা, ইস্রায়েলের পবিত্রতম।
19 অনেক দিন আগে তুমি তোমার বিশ্বস্ত জনের সঙ্গে
দর্শনের মধ্য দিয়ে কথা বলেছিলে; তুমি বলেছিলে,
“আমি বীরকে মুকুট পরিয়েছি;
আমি প্রজাদের মধ্যে থেকে মনোনীত এক জনকে উঠিয়েছি।”
20 আমি আমার দাস দায়ূদকে মনোনীত করেছি,
আমার পবিত্র তেল দিয়ে তাকে অভিষিক্ত করেছি।
21 আমার হাত তাকে সাহায্য করবে,
আমার বাহু তাকে শক্তিশালী করবে।
22 কোনো শত্রুই তার সঙ্গে প্রতারণা করবে না,
দুষ্টতার সন্তান তাকে কষ্ট দেবে না।
23 আমি তার শত্রুদের তার সামনে চূর্ণ করব;
যারা তাকে ঘৃণা করবে আমি তাদের ধ্বংস করব।
24 আমার সত্য ও নিয়মের বিশ্বস্ততা তার সঙ্গে থাকবে;
আমার নামে সে বিজয়ী হবে।
25 আমি তার হাত সমুদ্রের উপরে স্থাপন করব
এবং তার ডান হাত সমস্ত নদীদের উপরে থাকবে।
26 সে আমাকে ডেকে বলবে,
তুমি আমার পিতা, আমার ঈশ্বর
এবং আমার পরিত্রানের শৈল।
27 আমিও তাকে আমার প্রথম জাত সন্তান করব,
পৃথিবীর সমস্ত রাজাদের থেকে মহান করে নিযুক্ত করব।
28 আমি তার প্রতি আমার নিয়মের বিশ্বস্ততা চিরকালের জন্য বৃদ্ধি করব
এবং তার সঙ্গে আমার নিয়ম দৃঢ় করব।
29 আমি তার বংশকে চিরকালের জন্য স্থায়ী করব
এবং তার সিংহাসন আকাশের আয়ুর মত করব।
30 যদি তার সন্তানেরা আমার ব্যবস্থা ত্যাগ করে
এবং আমার শাসনের অবাধ্য হয়;
31 যদি তারা আমার বিধিগুলি লঙ্ঘন করে
এবং আমার ন্যায় বিধান পালন না করে;
32 তবে আমি তাদের অবাধ্যতার জন্য লাঠি দিয়ে তাদের শাস্তি দেব
এবং তাদের পাপের জন্য আঘাত করব;
33 কিন্তু আমি তার থেকে আমার নিয়মের বিশ্বস্ততা কখনো সরিয়ে নেব না,
বা আমার প্রতিজ্ঞার প্রতি অবিশ্বস্ত হব না।
34 আমি আমার নিয়ম ভঙ্গ করব না,
বা, আমার মুখের বাক্য পরিবর্তন করব না।
35 আমি আমার পবিত্রতায় একবার শপথ করেছি,
দায়ূদের কাছে কখনও মিথ্যা বলব না।
36 তার বংশ চিরকাল থাকবে
এবং তার সিংহাসন আমার সামনে সূর্য্যের মত হবে।
37 তা চাঁদের মত চিরকাল স্থির থাকবে;
আকাশের বিশ্বস্ত সাক্ষী। সেলা৷
38 কিন্তু তুমিই অস্বীকার ও পরিত্যাগ করেছ,
তুমিই তোমার অভিষিক্ত রাজার প্রতি ক্রুদ্ধ হয়েছ।
39 তুমি তোমার দাসের নিয়ম অস্বীকার করেছ,
তুমি তার মুকুট মাটিতে ফেলে অশুচি করেছ।
40 তুমি তার সমস্ত দেওয়াল ভেঙে ফেলেছ৷
তুমি তার সমস্ত দূর্গগুলি ধ্বংস করেছ।
41 পথিকেরা সবাই তাকে লুট করেছে;
সে তার প্রতিবেশীদের তিরস্কারের পাত্র হয়েছে।
42 তুমি তার শত্রুদের ডান হাত তুলেছ,
তুমি তার সমস্ত শত্রুদেরকে আনন্দিত করেছ।
43 তুমি তার তরোয়ালের ধার ফিরিয়ে দিয়েছ
এবং যুদ্ধে তাকে দাঁড়াতে দাও নি।
44 তুমি তার প্রতাপ শেষ করেছ,
তার সিংহাসনকে মাটিতে নিক্ষেপ করেছ।
45 তুমি তার যৌবনকাল সংক্ষিপ্ত করেছ৷
তুমি তাকে লজ্জায় আচ্ছন্ন করেছ।
46 হে সদাপ্রভুু, কতকাল?
তুমি নিজেকে চিরকাল লুকিয়ে রাখবে?
আর কত দিন তোমার ক্রোধ আগুনের মত জ্বলবে?
47 স্মরণ কর, আমার দিন কত অল্প
এবং তুমি মানবসন্তানদেরকে অসারতার জন্য সৃষ্টি করেছ।
48 কে জীবিত থাকবে, মৃত্যু দেখবে না,
বা, কে তার নিজের প্রাণকে পাতালের শক্তি থেকে মুক্ত করতে পারে?
49 হে প্রভু, তোমার সেই পূর্বের নিয়মের বিশ্বস্ততা
যা তুমি তোমার বিশ্বস্ততায় দায়ূদের কাছে শপথ করেছিলে।
50 হে প্রভু, তোমার দাসের প্রতি
যে তিরস্কার করা হয়েছে তা স্মরণ করো
এবং জাতিদের কাছ থেকে পাওয়া অপমান আমি আমার হৃদয়ে বহন করি।
51 হে সদাপ্রভুু, তোমার শত্রুরা তিরস্কার করেছে,
তারা তোমার অভিষিক্তের পদ চিহ্নকে তিরস্কার করেছে।
52 ধন্য সদাপ্রভুু, চিরকালের জন্য। আমেন, আমেন।