যিশাইয়
1
যিশাইয়ের দর্শন
1 এই দর্শন যিহূদা ও জেরুশালেমের বিষয়ে, যা আমোষের পুত্র যিশাইয়, যিহূদার রাজা উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে দেখতে পান।
এক বিদ্রোহী জাতি
2 আকাশমণ্ডল শোনো! পৃথিবী কর্ণপাত করো!
কারণ এই কথা সদাপ্রভু বলেছেন,
“আমি ছেলেমেয়েদের লালনপালন ও ভরণ-পোষণ করেছি,
কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
3 গরু তার মনিবকে জানে,
গর্দভ তার মালিকের জাবপাত্র চেনে,
কিন্তু ইস্রায়েল তার মনিবকে জানে না,
আমার প্রজারা কিছু বোঝে না।”
4 আহা পাপিষ্ঠ জাতি,
এমন এক প্রজাসমাজ যারা অপরাধে ভারগ্রস্ত,
তারা কুকর্মীদের বংশ,
যত ভ্রষ্টাচারীর সন্তান!
তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে;
তারা ইস্রায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করেছে,
এবং তাঁর প্রতি তারা পিঠ ফিরিয়েছে।
5 তোমরা আর কেন মার খাবে?
কেন তোমরা বিদ্রোহ করেই চলেছ?
মাথার সমস্ত অংশ তোমাদের আহত হয়েছে,
তোমাদের হৃদয় দুর্বল হয়ে পড়েছে।
6 তোমাদের পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত,
কোথাও কোনো সুস্থ স্থান নেই,
কেবলমাত্র ক্ষত আর প্রহারের চিহ্ন
এবং টাটিয়ে ওঠা ঘা,
তা পরিষ্কার করা কিংবা ব্যাণ্ডেজ বাঁধাও হয়নি,
বা জলপাই তেল দিয়ে তা কোমলও করা হয়নি।
7 তোমাদের দেশ পরিত্যক্ত,
তোমাদের নগরগুলি অগ্নিদগ্ধ হয়েছে;
তোমাদের মাঠগুলি বিদেশিরা
তোমাদের চোখের সামনেই লুট করেছে,
তারা পর্যুদস্ত করা মাত্র সেগুলি ছারখার হয়ে গেছে।
8 দ্রাক্ষাকুঞ্জের কুটিরের মতো,
শসা ক্ষেতের পাহারা দেওয়া কুঁড়েঘরের মতো,
কোনো অবরুদ্ধ নগরীর মতো,
সিয়োন-কন্যা পরিত্যক্ত পড়ে আছে।
9 সর্বশক্তিমান সদাপ্রভু যদি আমাদের জন্য
কয়েকজন অবশিষ্ট মানুষ না রাখতেন,
তাহলে আমাদের অবস্থা হত সদোমের মতো,
আমরা হতাম ঘমোরার মতো।
10 তোমরা যারা সদোমের শাসক,
তোমরা সদাপ্রভুর বাণী শোনো;
তোমরা যারা ঘমোরার মানুষ,
তোমরা আমাদের ঈশ্বরের বিধান শোনো!
11 “কী তোমাদের ভাবিয়েছে যে,
তোমাদের অগণ্য সব বলি উৎসর্গ আমার প্রয়োজন?” সদাপ্রভু একথা বলেন।
“আমার কাছে প্রয়োজনেরও বেশি হোমের পশু আছে,
সব মেষ ও নধর পশুদের চর্বি আছে;
ষাঁড়, মেষশাবক ও ছাগলের রক্তে
আমার কোনও আনন্দ নেই।
12 তোমরা যখন আমার সামনে উপস্থিত হও,
কে তোমাদের কাছে এরকম চেয়েছে যে,
তোমরা আমার প্রাঙ্গণ পা দিয়ে মাড়াও?
13 অর্থহীন সব বলিদান আমার কাছে আর এনো না!
তোমাদের ধূপদাহ আমার কাছে ঘৃণ্য মনে হয়।
অমাবস্যা, সাব্বাথের দিন ও ধর্মীয় সভাগুলি—
আমি তোমাদের এসব মন্দ জমায়েত সহ্য করতে পারি না।
14 তোমাদের অমাবস্যার উৎসবগুলি ও নির্ধারিত সব পর্ব,
আমার প্রাণ ঘৃণা করে।
সেগুলি আমার পক্ষে এক বোঝাস্বরূপ,
যেগুলির ভার বয়ে বয়ে আমি ক্লান্ত হয়েছি।
15 তোমরা প্রার্থনার উদ্দেশে যখন হাত প্রসারিত করো,
তোমাদের কাছ থেকে আমি আমার দৃষ্টি লুকাব;
তোমরা যদিও বহু প্রার্থনা উৎসর্গ করো,
আমি তা শুনব না।
কারণ তোমাদের হাত রক্তে পূর্ণ!
16 তোমরা সেইসব ধুয়ে ফেলো ও নিজেদের শুচিশুদ্ধ করো।
তোমাদের সব মন্দ কর্ম আমার দৃষ্টিপথ থেকে দূর করো!
অন্যায় সব কর্ম করা থেকে নিবৃত্ত হও।
17 যা ন্যায়সংগত, তাই করতে শেখো; ন্যায়বিচার অনুধাবন করো।
অত্যাচারিত লোকেদের পাশে দাঁড়াও।
পিতৃহীনদের পক্ষসমর্থন করো,
বিধবাদের সপক্ষে ওকালতি করো।
18 “এবারে এসো, আমরা পরস্পর যুক্তিবিচার করি,”
সদাপ্রভু একথা বলেন।
“তোমাদের পাপের রং টকটকে লাল হলেও
সেগুলি বরফের মতো সাদা হবে;
যদিও তা গাঢ় লাল রংয়ের হয়,
সেগুলি পশমের মতোই শুভ্র হবে।
19 যদি তোমরা ইচ্ছুক ও বাধ্য হও,
তোমরা দেশের উৎকৃষ্ট সব ফল ভোজন করবে;
20 কিন্তু যদি তোমরা প্রতিরোধ ও বিদ্রোহ করো,
তরোয়াল তোমাদের গ্রাস করবে,”
কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছে।
21 দেখো, একদা বিশ্বস্ত জেরুশালেম নগরী,
কেমন বেশ্যার মতো হয়েছে!
এক সময়, সে ন্যায়বিচারে পূর্ণ ছিল;
তার মধ্যে অবস্থান করত ধার্মিকতা,
কিন্তু এখন যত খুনির দল আছে!
22 তোমাদের রুপোয় এখন খাদ ধরেছে,
তোমাদের পছন্দসই দ্রাক্ষারসে জল মেশানো হয়েছে।
23 তোমাদের শাসকেরা বিদ্রোহী হয়েছে,
তারা হয়েছে চোরদের সঙ্গী;
তারা সবাই ঘুস খেতে ভালোবাসে
এবং পারিতোষিকের পিছনে দৌড়ায়।
তারা পিতৃহীনের পক্ষসমর্থন করে না;
বিধবার মোকদ্দমা তাদের সামনে আসে না।
24 তাই প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু,
যিনি ইস্রায়েলের পরাক্রমী জন, তিনি ঘোষণা করেন:
“আহা! আমি আমার বিপক্ষদের হাত থেকে নিস্তার পাব,
আমার শত্রুদের কাছে প্রতিশোধ নেব।
25 আমি তোমার বিরুদ্ধে আমার মুষ্টিবদ্ধ হাত তুলব;
আমি তোমার খাদ আগাগোড়া পরিষ্কার করব
এবং তোমার সব অশুদ্ধতা দূর করব।
26 আমি পুরোনো দিনের মতো তোমার বিচারকদের পুনঃস্থাপিত করব,
যেমন প্রথমে ছিল, তেমনই নিয়ে আসব পরামর্শদাতাদের।
পরে তোমাকে বলা হবে
ধার্মিকতার পুরী,
এক বিশ্বাসভাজন নগরী।”
27 সিয়োনকে ন্যায়বিচারের দ্বারা ও
তার অনুতপ্ত জনেদের ধার্মিকতার দ্বারা উদ্ধার করা হবে।
28 কিন্তু বিদ্রোহী ও পাপীরা, উভয়েই ভগ্ন হবে,
যারা সদাপ্রভুকে পরিত্যাগ করে, তারা বিনষ্ট হবে।
29 “তোমরা তোমাদের পবিত্র ওক গাছগুলির জন্য লজ্জিত হবে,
যেগুলির জন্য তোমরা আনন্দিত হতে;
তোমাদের মনোনীত পূজার উদ্যানগুলির জন্য
তোমরা অপমানিত হবে।
30 তোমরা সেই ওক গাছের মতো হবে, যার পাতা শুকিয়ে যাচ্ছে,
তোমরা জলহীন কোনো উদ্যানের মতো হবে।
31 শক্তিশালী মানুষ যেন খড়কুটোর মতো হবে,
তার কাজ অগ্নিস্ফুলিঙ্গের মতো হবে;
সেগুলি উভয়েই একত্র দগ্ধ হবে,
সেই আগুন নিভানোর জন্য কেউই থাকবে না।”