61
সদাপ্রভুর কৃপা প্রদর্শনের বছর
সার্বভৌম সদাপ্রভুর আত্মা আমার উপরে আছেন,
কারণ সদাপ্রভু আমাকে অভিষিক্ত করেছেন,
যেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করি।
তিনি আমাকে ভগ্নহৃদয় মানুষকে সারিয়ে তুলতে প্রেরণ করেছেন,
বন্দিদের কাছে স্বাধীনতা ঘোষণা করতে
এবং কারারুদ্ধ মানুষদের অন্ধকার থেকে মুক্ত করতে,*
সদাপ্রভুর কৃপা প্রদর্শনের বছর ও আমাদের ঈশ্বরের
প্রতিশোধ গ্রহণের দিন ঘোষণা করতে,
সমস্ত বিলাপকারীকে সান্ত্বনা দিতে,
ও যেন সিয়োনের শোকার্তজনেদের জন্য ব্যবস্থা করি—
ভস্মের পরিবর্তে
সৌন্দর্যের মুকুট,
শোকবিলাপের পরিবর্তে
আনন্দের তেল,
এবং অবসন্ন হৃদয়ের পরিবর্তে
প্রশংসার পোশাক।
তাদের বলা হবে ধার্মিকতার ওক গাছ,
শোভা ও সৌন্দর্য প্রদর্শনের জন্য
যা সদাপ্রভু রোপণ করেছেন।
 
তারা পুরাকালের ধ্বংসাবশেষকে পুনর্নির্মাণ করবে
এবং দীর্ঘ দিনের ধ্বংসিত স্থানগুলি পুনঃপ্রতিষ্ঠিত করবে;
বংশপরম্পরায় উচ্ছিন্ন অবস্থায় থাকা
ধ্বংসপ্রাপ্ত নগরগুলিকে তারা নবরূপ দান করবে।
বিদেশিরা তোমাদের পশুপাল চরাবে;
বিজাতীয় লোকেরা তোমাদের মাঠগুলিতে ও দ্রাক্ষাকুঞ্জে কাজ করবে।
আর তোমাদের বলা হবে সদাপ্রভুর যাজকবৃন্দ,
তোমরা আমাদের ঈশ্বরের পরিচারকরূপে আখ্যাত হবে।
তোমরা জাতিসমূহের ঐশ্বর্য ভোগ করবে,
আর তাদেরই ধনসম্পদে তোমরা গর্ব করবে।
 
লজ্জার পরিবর্তে আমার প্রজারা
দ্বিগুণ অংশের অধিকার লাভ করবে;
আর অপমানের পরিবর্তে
তারা তাদের উত্তরাধিকারে উল্লসিত হবে;
এভাবেই তারা নিজেদের দেশে দ্বিগুণ অংশের অধিকার পাবে
আর চিরস্থায়ী আনন্দ হবে তাদের অধিকার।
 
“কারণ আমি সদাপ্রভু, আমি ন্যায়বিচার ভালোবাসি;
আমি দস্যুবৃত্তি ও অধর্ম ঘৃণা করি।
আমার বিশ্বস্ততায় আমি তাদের পুরস্কৃত করব
এবং তাদের সঙ্গে প্রতিষ্ঠিত করব এক চিরস্থায়ী নিয়ম।
তাদের বংশধরেরা জাতিসমূহের মধ্যে
ও তাদের সন্তানেরা লোকবৃন্দের মধ্যে পরিচিত হবে।
যারাই তাদের দেখবে, স্বীকার করবে যে,
তারা এমন জাতি, যাদের সদাপ্রভু আশীর্বাদ করেছেন।”
 
10 আমি সদাপ্রভুতে মহা আনন্দ করি;
আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লসিত হয়।
যেভাবে বর শোভার জন্য যাজকের মতো মাথায় উষ্ণীষ দেয়,
যেভাবে কন্যা তার রত্নরাজি দিয়ে নিজেকে সুশোভিত করে,
সেভাবেই তিনি আমাকে পরিত্রাণের পোশাক পরিয়েছেন,
আমাকে তাঁর ধার্মিকতার বসনে সুসজ্জিত করেছেন।
11 কারণ ভূমি যেমন অঙ্কুর নির্গত করে,
যেভাবে উদ্যানে উপ্ত বীজ অঙ্কুরিত হয়,
তেমনই সার্বভৌম সদাপ্রভু সমস্ত জাতির সাক্ষাতে
ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করবেন।
* 61:1 হিব্রু সেপ্টুয়াজিণ্ট: অন্ধদের।