2
প্রজ্ঞার নৈতিক উপকারিতা
হে আমার বাছা, তুমি যদি আমার কথা শোনো
ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো,
প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো
ও বুদ্ধিতে মনোনিবেশ করো—
সত্যিই, তুমি যদি অন্তর্দৃষ্টিকে ডাক দাও
ও বুদ্ধি লাভের জন্য জোর গলায় কাকুতিমিনতি করো,
ও যদি রুপোর মতো তার খোঁজ করো
ও গুপ্তধনের মতো তা খুঁজে বেড়াও,
তবেই তুমি সদাপ্রভুর ভয় বুঝতে পারবে
ও ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে।
কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন;
তাঁর মুখ থেকেই জ্ঞান ও বুদ্ধি বের হয়।
ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন,
যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান,
কারণ তিনি ধার্মিকের পথ পাহারা দেন
ও তাঁর বিশ্বস্তজনেদের গতিপথ রক্ষা করেন।
 
তখন তুমি বুঝবে ন্যায্য ও যথাযথ
ও উপযুক্ত—প্রত্যেক সঠিক পথ কী।
10 কারণ তোমার হৃদয়ে প্রজ্ঞা প্রবেশ করবে,
ও জ্ঞান তোমার প্রাণের পক্ষে আনন্দদায়ক হবে।
11 বিচক্ষণতা তোমাকে রক্ষা করবে,
ও বুদ্ধি তোমাকে পাহারা দেবে।
 
12 প্রজ্ঞা তোমাকে দুষ্টলোকের পথ থেকে উদ্ধার করবে,
সেইসব লোকের হাত থেকে করবে যারা বিকৃত কথা বলে,
13 যারা অন্ধকারাচ্ছন্ন পথে চলার জন্য
সোজা পথ ত্যাগ করেছে,
14 যারা অন্যায় করে আনন্দ পায়
ও মন্দের বিকৃতমনস্কতায় আনন্দিত হয়,
15 যাদের পথ কুটিল
ও যারা তাদের আচরণে প্রতারণাপূর্ণ।
 
16 প্রজ্ঞা তোমাকে ব্যভিচারিণীর হাত থেকেও উদ্ধার করবে,
সম্মোহনী কথা বলা স্বৈরিণী মহিলার হাত থেকেও করবে,
17 যে তার যৌবনাবস্থাতেই স্বামীকে ত্যাগ করেছে
ও ঈশ্বরের সামনে করা তার চুক্তি* উপেক্ষা করেছে।
18 নিশ্চয় তার বাড়ি মৃত্যুর দিকে পা বাড়ায়
ও তার পথ মৃত মানুষের আত্মাদের দিকে এগিয়ে যায়।
19 যারা তার কাছে যায় তারা কেউ আর ফিরে আসে না
বা জীবনের পথও অর্জন করে না।
 
20 এইভাবে তুমি সুশীলদের পথে চলবে
ও ধার্মিকদের পথ অবলম্বন করবে।
21 কারণ ন্যায়পরায়ণরাই দেশে বসবাস করবে,
ও অনিন্দনীয়রাই সেখানে অবশিষ্ট থাকবে;
22 কিন্তু দুষ্টেরা দেশ থেকে বিচ্ছিন্ন হবে,
ও অবিশ্বস্ত লোকেরা সেখান থেকে নির্মূল হবে।
* 2:17 2:17 অথবা, তার ঈশ্বরের নিয়ম