গীত 126
একটি আরোহণ সংগীত।
সদাপ্রভু যখন জেরুশালেমের* বন্দিদের ফিরিয়ে আনলেন,
তখন যেন আমরা স্বপ্ন দেখছিলাম!
আমাদের মুখ হাসিতে পূর্ণ ছিল,
আনন্দের গানে আমাদের জিভ মুখর ছিল।
সেই সময় জাতিদের মাঝে লোকেরা বলেছিল,
“দেখো, সদাপ্রভু তাদের জন্যে কত মহৎ কাজ করেছেন।”
যথার্থই, সদাপ্রভু আমাদের জন্য মহৎ কাজ করেছেন,
এবং আমরা আনন্দে পূর্ণ হয়েছি।
 
হে সদাপ্রভু, আমাদের বন্দিদের ফিরিয়ে আনো,
নেগেভ মরুভূমির জলধারার মতো ফিরিয়ে আনো।
যারা চোখের জলে বীজবপন করে,
তারা আনন্দগান গেয়ে শস্য কাটবে।
যারা চোখের জল ফেলতে ফেলতে বাইরে যায়
বোনার জন্য বীজ বয়ে নিয়ে যায়,
আনন্দগান গাইতে গাইতে ফিরে আসবে,
সঙ্গে আঁটি নিয়ে ফিরে আসবে।
* গীত 126:1 126:1 হিব্রু ভাষায় সিয়োন