গীত 14
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
মূর্খ* নিজের হৃদয়ে বলে,
“ঈশ্বর নেই।”
তারা দুর্নীতিগ্রস্ত, তাদের কাজ ভ্রষ্ট;
সৎকর্ম করে এমন কেউই নেই।
 
সদাপ্রভু স্বর্গ থেকে মানবজাতির দিকে
চেয়ে দেখেন,
তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না,
ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ আছে কি না!
সকলেই বিপথগামী হয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে;
সৎকর্ম করে এমন কেউই নেই,
একজনও নেই।
 
এসব অনিষ্টকারীর কি কিছুই জ্ঞান নেই?
 
তারা আমার ভক্তদের রুটি খাওয়ার মতো গ্রাস করে;
সদাপ্রভুর কাছে তারা কখনও সাহায্য প্রার্থনা করে না।
নিদারুণ আতঙ্কে তারা বিহ্বল হয়েছে,
কারণ ঈশ্বর ধার্মিকদের সভায় উপস্থিত থাকেন।
তোমরা অনিষ্টকারীরা অসহায়দের প্রচেষ্টা ব্যর্থ করো,
কিন্তু সদাপ্রভু তাদের আশ্রয়।
 
আহা, ইস্রায়েলের পরিত্রাণ আসবে সিয়োন থেকে!
যখন সদাপ্রভু তাঁর ভক্তজনদের পুনরুদ্ধার করবেন,
তখন যাকোব উল্লসিত হবে আর ইস্রায়েল আনন্দ করবে।
* গীত 14:1 14:1 হিব্রু ভাষায় মূর্খ গীতসংহিতায় বোঝায় এমন একজনকে যে নৈতিক ভাবে অসম্পূর্ণ