গীত 7
দাউদের শিগায়োন*, যা তিনি বিন্যামীন বংশধর কূশের সম্বন্ধে সদাপ্রভুর প্রতি রচনা করেছিলেন।
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমাতে শরণ নিই;
যারা আমার পিছু নেয় তাদের হাত থেকে আমায় রক্ষা করো ও উদ্ধার করো,
নতুবা তারা সিংহের মতো আমাকে ছিঁড়ে ফেলবে
আর খণ্ডবিখণ্ড করবে এবং আমাকে উদ্ধার করার মতো কেউ থাকবে না।
 
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, যদি আমি অন্যায় কাজ করেছি
ও আমার হাতে অপরাধ আছে,
যদি আমি বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করেছি
যদি অকারণে আমার শত্রুকে লুট করেছি;
তবে আমার শত্রু আমাকে তাড়া করে বন্দি করুক;
আমার প্রাণ মাটিতে পদদলিত করুক
এবং আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিক।
 
হে সদাপ্রভু, তুমি ক্রোধে জেগে ওঠো;
আমার শত্রুদের কোপের বিরুদ্ধে জেগে ওঠো।
হে ঈশ্বর, তুমি জাগো, তোমার ন্যায়বিচার প্রতিষ্ঠা করো।
তোমার চারপাশে জাতিরা সমবেত হোক,
ঊর্ধ্বলোক থেকে তুমি তাদের শাসন করো।
সদাপ্রভু সব মানুষের বিচার করুক।
আমার ধার্মিকতা অনুযায়ী, হে সদাপ্রভু,
আমার সততার বলে, হে পরাৎপর, আমাকে নির্দোষ মান্য করো।
দুষ্টদের অত্যাচার তুমি বন্ধ করো
এবং ধার্মিকদের সুরক্ষিত করো
তুমি, হে ন্যায়পরায়ণ ঈশ্বর,
সকলের হৃদয় ও মন অনুসন্ধান করো।
 
10 পরাৎপর ঈশ্বর আমার ঢাল,
যিনি ন্যায়পরায়ণদের রক্ষা করেন।
11 ঈশ্বর ন্যায়পরায়ণ বিচারক,
এমন ঈশ্বর যিনি প্রতিনিয়ত তাঁর ক্রোধ প্রকাশ করেন।
12 যদি সে ক্ষান্ত না হয়,
তিনি তাঁর তরোয়ালে ধার দেবেন;
ধনুক প্রস্তুত করবেন ও তির লাগাবেন।
13 তিনি তাঁর ভয়ংকর অস্ত্র প্রস্তুত করেছেন;
তিনি তাঁর জ্বলন্ত তির প্রস্তুত করেন।
 
14 যে ব্যক্তি গর্ভে অধর্ম ধারণ করে
সে বিনাশের পরিকল্পনায় পূর্ণগর্ভ হয় ও মিথ্যার জন্ম দেয়।
15 যে অন্যদের ফাঁদে ফেলার জন্য গর্ত করে,
সে নিজের তৈরি গর্তেই পতিত হয়।
16 তারা যে সমস্যা সৃষ্টি করে তা তাদের উপর ফিরে আসে;
তাদের অত্যাচার তাদের মাথার উপরেই ফিরে আসে।
 
17 আমি সদাপ্রভুকে তাঁর ধার্মিকতার জন্য ধন্যবাদ দেব;
আমি সদাপ্রভু পরাৎপরের নামের স্তুতিগান করব।
* গীত 7: সম্ভবত সাহিত্য বা সংগীতের প্রতিশব্দ গীত 7:10 অথবা সার্বভৌম গীত 7:12 অথবা যদি কেউ মন পরিবর্তন না করে, ঈশ্বর