3
জেরুশালেম
ধিক্ সেই অত্যাচারী,
বিদ্রোহী এবং অপবিত্র নগর!
সে কারোর আদেশ মানে না,
কোনও অনুশাসনও গ্রহণ করে না।
সে সদাপ্রভুতে আস্থা রাখে না,
সে তার ঈশ্বরের কাছে যায় না।
তার মধ্যবর্তী রাজকর্মচারীরা
যেন গর্জনকারী সিংহ;
তার শাসকেরা সন্ধ্যাবেলার নেকড়ে,
তারা সকালের জন্য কিছুই ফেলে রাখে না।
তাদের ভাববাদীরা অনাচারী;
তারা বিশ্বাসঘাতক।
তাদের পুরোহিতরা পবিত্র বস্তুকে অপবিত্র করে
এবং ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে।
তার মাঝে সদাপ্রভু ন্যায়পরায়ণ;
তিনি কোনও অন্যায় করেন না।
সকালের পর সকাল তিনি ন্যায়বিচার করেন,
আর প্রত্যেক নতুন দিনে তিনি ভুল করেন না,
তবুও সেই অন্যায়কারীদের কোনও লজ্জা নেই।
জেরুশালেম অননুতপ্ত থেকে গেল
“আমি জাতিদের শেষ করেছি;
তাদের বলিষ্ঠ দুর্গগুলি ধ্বংস হয়ে গেছে।
আমি তাদের নগরের রাস্তাগুলি নির্জন করে দিয়েছি,
সেখান থেকে আর কেউই যাতায়াত করে না।
তাদের নগরসকল ধ্বংস হয়ে গেছে;
সেগুলি খালি এবং নির্জন।
জেরুশালেমের বিষয় আমি চিন্তা করলাম,
‘তুমি নিশ্চয় আমায় ভয় করবে
এবং অনুশাসন গ্রাহ্য করবে!’
তাতে তার আশ্রয়স্থান ধ্বংস হবে না,
কিংবা আমার সকল শাস্তিও তার উপর আসবে না।
কিন্তু তাদের তখনও আগ্রহ ছিল
দুষ্কর্ম করার জন্য যেমন তারা আগে করত।
সুতরাং আমার জন্য অপেক্ষা করো,”
সদাপ্রভু বলেন,
“যেদিন আমি সাক্ষ্য দেওয়ার জন্য উঠে দাঁড়াবো।
আমি জাতিদের একত্র করার জন্য মনস্থির করেছি,
আর রাজ্যগুলিকে একত্রিত করব
এবং আমার ক্রোধ তাদের উপর ঢেলে দেব—
আমার সকল প্রচণ্ড ক্রোধ।
সমগ্র পৃথিবী ভস্ম হবে
আমার ঈর্ষান্বিত ক্রোধের আগুনে।
অবশিষ্টাংশ ইস্রায়লীদের পুনঃপ্রতিষ্ঠা
“তখন আমি লোকেদের ওষ্ঠ শুচি করব,
যাতে তারা সদাপ্রভুর নাম স্মরণ করে
এবং কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর সেবা করে।
10 কূশ দেশের নদীর ওপার থেকে
আমার উপাসনাকারী আমার ছড়িয়ে যাওয়া লোকেরা,
আমার জন্য উৎসর্গের বস্তু নিয়ে আসবে।
11 হে জেরুশালেম আমার প্রতি তুমি যা ভুল করেছিলে
তার জন্য তুমি সেদিন লজ্জিত হবে না,
কারণ তোমাদের মধ্যে থেকে অহংকারী
ও গর্বিত লোকেদের বের করে দেব।
আমার পবিত্র পাহাড়ে তারা আর কখন
আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে না।
12 কিন্তু আমি তোমাদের মধ্যে ছেড়ে দেব
দীন ও নম্রদের।
অবশিষ্টাংশ ইস্রায়েলীরা
সদাপ্রভুর নামে আস্থা রাখবে।
13 তারা কোনো দুষ্কর্ম করবে না;
তারা মিথ্যা কথা বলবে না,
ছলনার জিহ্বা
তাদের মুখে আর পাওয়া না।
তারা খাবে আর ঘুমাবে
আর কেউই তাদের ভয় দেখাবে না।”
 
14 হে সিয়োন-কন্যা, গান করো;
হে ইস্রায়েল, জয়ধ্বনি করো!
হে জেরুশালেম-কন্যা,
তুমি খুশি হও ও অন্তর দিয়ে আনন্দ করো!
15 সদাপ্রভু তোমার শাস্তি দূর করে দিয়েছেন,
তোমার শত্রুদের তাড়িয়ে দিয়েছেন।
সদাপ্রভু, ইস্রায়েলের রাজা, তোমার সঙ্গে আছেন;
তুমি আর কখনও অমঙ্গলের ভয় করবে না।
16 সেইদিন
তারা জেরুশালেমকে বলবে,
“হে সিয়োন, ভয় করো না;
তোমার হাত পঙ্গু হতে দিয়ো না।
17 তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন,
সেই মহাযোদ্ধা যিনি তোমাকে বাঁচান।
তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন;
তাঁর ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না,
কিন্তু গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।”
 
18 “তোমার নির্দিষ্ট উৎসব পালন না করতে পারার জন্য যারা শোক করে
তা আমি তোমার থেকে দূর করে দেব,
যা তোমার কাছে বোঝা এবং নিন্দা।
19 যারা তোমাদের উপর নিপীড়িন করেছে
সেই সময় আমি তাদের শাস্তি দেব।
আমি খোঁড়াদের উদ্ধার করব;
আমি নির্বাসিতদের একত্রিত করব।
প্রত্যেক দেশে যেখানে তারা লজ্জা সহ্য করেছে
আমি তাদের প্রশংসা ও সম্মান দান করব।
20 সেই সময় আমি তোমাদের একত্রিত করব;
সেই সময় আমি তোমাদের ফিরিয়ে আনব।
পৃথিবীর সমগ্র জাতিদের মধ্যে
আমি তোমাদের সম্মান ও প্রশংসা দান করব
তোমাদের চোখের সামনেই আমি
তোমাদের অবস্থা পুনঃপ্রতিষ্ঠা করব,”
সদাপ্রভু বলেন।